দম
আফসার নিজামদমে আশা
দমে ভাষা
দমে চলে কারখানা
দম ফুরাইলে জীবন
চলে না। চলে না।।
দমে দমে জিকি চলে
আত্মা খোঁজে কার কায়া
দমের ভেতর দম লাগাইয়া
বান্ধে প্রেমের মায়া
মায়ার বাধন খুইলা গেলে
প্রেমের পিদিম জ্বলে না।।
মাটির দেহে দম লাগাইয়া
জগৎ করো ভজনা
আশেক ছাড়া মাশেক বুঝে
এই জগতে কয়জনা
দমে দমে আশা যাওয়া
জীবন শুধু ছলো না।
কোন মন্তব্য নেই