Header Ads

Header ADS

পুতুল মায়া_আফসার নিজাম


পুতুল মায়া
আফসার নিজাম


পুতুল নিয়ে খেলছি খেলা
সকাল বিকাল সাজে
স্বপ্ন দেখি জীবন পুতুল
লাগছে না আর কাজে

কাজের খোঁজে দিন রজনী
হাঁটছে দ্বারে দ্বারে
চাঁদের বাটি উলটে পরে
মেঘনা নদীর পারে

পুতুল পুতুল জীবন আমার
খেলছে খেলা কায়া
সারা জীবন খুঁজবো আমি
কাঙাল মনের মায়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.