পুতুল মায়া
আফসার নিজামপুতুল নিয়ে খেলছি খেলা
সকাল বিকাল সাজে
স্বপ্ন দেখি জীবন পুতুল
লাগছে না আর কাজে
কাজের খোঁজে দিন রজনী
হাঁটছে দ্বারে দ্বারে
চাঁদের বাটি উলটে পরে
মেঘনা নদীর পারে
পুতুল পুতুল জীবন আমার
খেলছে খেলা কায়া
সারা জীবন খুঁজবো আমি
কাঙাল মনের মায়া।
কোন মন্তব্য নেই