Header Ads

Header ADS

পুতুলজাদা_আফসার নিজাম


পুতুলজাদা
আফসার নিজাম


চিকন ঠোঁটের হাসির মতো
চাঁদ উঠেছে রাতে
ফেরেস্তারা খেলছে খেলা
সব পুতুলের সাথে

সবার গায়ে নতুন জামা
নকশী কারুকাজে
ঝিলিমিলি আলো জ্বলে
জমার ভাঁজে ভাঁজে

হাতে তাদের কাঁকনবালা
মানিক মাথার তাজে
সব পুতুলরা পুতুলজাদা
মহান রাজার রাজে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.