ঈদগাহে ঈদের দিনে_আফসার নিজাম
ঈদগাহে ঈদের দিনে
আফসার নিজাম
এসো এসো বাঙালী
এসো আরাবী
এসো সরা জাহানের শিশুকিশোর
ঈদগাহে ঈদের দিনে
এসো সবুজ মাঠের পরে
এসো মেঘের জামা পরে
একসাথে গেয়ে উঠি গান
ঈদ মোবারাক ঈদ মোবারাক
এসো এসো পাহড়ী
এসো মারাঠী
এসো সরা জাহানের শিশুকিশোর
ঈদগাহে ঈদের দিনে।।
সবুজ মাঠের পরে সূর্য উঁকি মারে
মরুর বালুর মাঝে চাঁদ ঝিলিক মারে
মেঘের শরীর ছুঁয়ে মিনার ওঠে
সেখানে এসো আজকে সবাই
দেখো না প্রাণ মিলিয়ে প্রাণ
ঈদ মোবারাক ঈদ মোবারাক।।
সবুজ পাহাড়ে নীলচুনিয়া ফুটে
সাগরে ঢেউয়ের ফুলকি ছুটে
বরফের দেশে সোনারোদ খেলে
সেখানে এসো আজকে সবাই
একসাথে ছড়াবো ঈদের ঘ্রাণ।।
এসো এসো পাঞ্জাবী
এসো জাপানী
এসো সরা জাহানের শিশুকিশোর
ঈদগাহে ঈদের দিনে।।
আফসার নিজাম
এসো এসো বাঙালী
এসো আরাবী
এসো সরা জাহানের শিশুকিশোর
ঈদগাহে ঈদের দিনে
এসো সবুজ মাঠের পরে
এসো মেঘের জামা পরে
একসাথে গেয়ে উঠি গান
ঈদ মোবারাক ঈদ মোবারাক
এসো এসো পাহড়ী
এসো মারাঠী
এসো সরা জাহানের শিশুকিশোর
ঈদগাহে ঈদের দিনে।।
সবুজ মাঠের পরে সূর্য উঁকি মারে
মরুর বালুর মাঝে চাঁদ ঝিলিক মারে
মেঘের শরীর ছুঁয়ে মিনার ওঠে
সেখানে এসো আজকে সবাই
দেখো না প্রাণ মিলিয়ে প্রাণ
ঈদ মোবারাক ঈদ মোবারাক।।
সবুজ পাহাড়ে নীলচুনিয়া ফুটে
সাগরে ঢেউয়ের ফুলকি ছুটে
বরফের দেশে সোনারোদ খেলে
সেখানে এসো আজকে সবাই
একসাথে ছড়াবো ঈদের ঘ্রাণ।।
এসো এসো পাঞ্জাবী
এসো জাপানী
এসো সরা জাহানের শিশুকিশোর
ঈদগাহে ঈদের দিনে।।
কোন মন্তব্য নেই