লানত_আফসার নিজাম
লানত
আফসার নিজাম
আমি বিশ্বাস করি না
সাড়িবদ্ধভাবে ফাঁসিতে ঝুঁলিয়ে তাদের হত্যা করলেই সব শেষ হয়ে যাবে
যারা রাতের আঁধারে আমার বাপ ভাইকে তুলে নিয়ে গুম করে দিয়েছে
ক্রসফায়ারের মতো বিচারহীন হত্যা করেছে
জংগী বলে সামাজিক কৃষ্ণপক্ষ সেঁটে দিয়েছে আমার পরিবারে
ফাঁসি চাই ফাঁসি চাই বলে পাগলা কুকুরের মতো
চিৎকার করে ভারি করে তুলেছে বাংলার আকাশ
তাদের শুধু ফাঁসি দিলেই সব শেষ হয়ে যাবে না
ইহুদীর মতো তাদের উপর চিরস্থায়ী লানত কামনা করি
যারা আমার অর্থনীতিকে কপদশূন্য করেছে
চেটে পুটে খেয়ে নিয়েছ শেয়ার বাজার
ধ্বংস করে দিয়েছে শিল্প কল কারখানা
দাজ্জালের মতো গণতন্ত্রকে দিয়েছে নির্বাসন
শহর নগর গ্রাম গঞ্জে ছড়িয়ে দিয়েছে দলীয় সাম্প্রদায়িকতা
ভাইয়ে ভাইয়ে করেছে শত্রু
তাদের জন্য সহজ মৃত্যু কখনোই নির্ধারিত হতে পারে না
যারা আমার আকাশকে করছে উন্মুক্ত
বিজাতীয় সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে আমার সন্তানের মগজে
ধ্বংস করে দিয়েছে সিনেমা, নাটক, জারী সারি ভাটিয়ালী, ওয়াজ মাহফিল
বন্ধ করে দিয়েছে সাংস্কৃতিক জগৎ টিভি রেডিও পেপার পত্রিকা
এদের এতো নিবৃত প্রস্থান আমি কামনা করতে পারি না
প্রভু তাদের যাবতীয় পাপের বিনিময়
ইহুদীদের মতো তাদের উপর চিরস্থায়ী লানত দান করুন।
আমিন। সুম্মা আমিন।।
সত্যকন্ঠ
উত্তরমুছুন