Header Ads

Header ADS

খাঁচার ভেতর_আফসার নিজাম


খাঁচার ভেতর
আফসার নিজাম


খাঁচার ভেতর থাকলি রে তুই
বন্দী জীবন ভর
খুঁজলি না তুই বাইরে এসে
কে যে আপন পর।

নিজের ভেতর নিজেই যেমন
‘প্রাণের ভেতর প্রাণ’
পিঞ্জিরায় বাজল রে তোর
আপন মনের গান
তুই কি গড়িস খাঁচার ভেতর
বিশ্বভূবন ঘর।

নিজকে কেবল নিজেই খুঁজিস
নিজেই নিজের মন
খুঁজলি না তুই বাইরে এসে
কোথায় নিরাঞ্জন
মনের ভেতর উঠলো না তোর
উথাল পাথাল ঝড়।

এই দুনিয়ার দুনিয়াদারি
বাইরে চলে সব
কেউ বা বলে আমি আমি
কেউ বা বলে রব
দেখবি যদি লিলাখেলা
ভাঙো মনের ডর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.