Header Ads

Header ADS

গণনা_আফসার নিজাম


গণনা
আফসার নিজাম


এক দুই তিন চার পাঁচ ছয় সাত
যেইখানে ভয় লাগে সেইখানে রাত
চুপ চুপ ঝুপ ঝুপ হেঁটে আসে আট
তার পিছে হেঁটে আসে এক মহালাট
আমি কাঁপি ভয়ে আর চেয়ে দেখি নয়
ফুঁস করে উড়ে গেলো সব ডর-ভয়
এরপর বাকি থাকে, বাকি থাকে দশ
গণনারা পেকে গেলো হলো টসটস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.