ভোর_আফসার নিজাম
ভোর
আফসার নিজাম
রোজ রোজ বাতি জ্বলে পূবেকার আকাশে
দোর খুলে ভোর হয় আমাদের উঠোনে
পাখা মেলে উড়ে যায় শাদামেঘ বাতাসে
ঘুমফুল টুটে যায় ছুটোনির ছুটনে।
ঘুম ভাঙা চোখ জুড়ে রোদকণা ফুটলে
তাল তাল সোনারঙ মেখে নেয় গালে সে
রঙ করা গাল হাসে কাঁথা ছেড়ে উঠলে
রোজতাই ভোর মেখে সোনারঙ জ্বালে সে।
সোনারঙ ভোর হয় রোদ ফুটে আকাশে
নীলপাখি গান গায় সুর তুলে বাতাসে।
কোন মন্তব্য নেই