প্রশ্ন আমার_আফসার নিজাম
প্রশ্ন আমার
আফসার নিজাম
প্রশ্ন আমার অনেক অনেক প্রশ্ন করি কাকে?
প্রশ্ন আমার শোনলে মানুষ অবাক হয়ে থাকে
প্রশ্ন এখন মায়ের কাছে করি
আমরা কেনো ইশকুলেতে পড়ি
পড়ার কি আর অন্য জায়গা নাই
কৃষক কি আর ইশকুলেতে পড়ে
তবু দেখো সোনার ফসল গড়ে
বিদ্যালয়ে বন্দি কেনো আমি
সেই কথাটি ভাবছি দিবসজামি
আমি মাগো মুক্ত হতে চাই
যদি বলো, এই দুনিয়া দেখতে আমি যাই
দেখে শুনে বুঝে আমি শিক্ষা নেবো
এছাড়া তো আমার কাছে বিকল্প যে নাই
মাগো তোমার আঁচল ছেড়ে তাই তো আমি যাই।
কোন মন্তব্য নেই