সিল্কি জরিন পাল_আফসার নিজাম
সিল্কি জরিন পাল
আফসার নিজাম
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক নাও
নীল আকাশে জোয়ার এসে ভাসায় চাঁদের নাও
কে কে যাবে চাঁদের না’য়ে নামটি লিখে দাও
চাঁদের না’য়ে সিল্কি জরিন পাল উড়িয়ে যাও
সিল্কি জরিন পালের মাঝে থাকবে যাদের চিন্
তাদের জন্য আনবে পরী চঞ্চলা ইঞ্জিন
চঞ্চলা ইঞ্জিনে চলে রূপনগরের জীন
সে ইঞ্জিনে চড়বে দেখো সোয়াদ-জোয়াদ-ছিন
সোয়াদ-জোয়াদ-ছিন যাবে ভাই তোমরা যাবে না
তোমরা যদি না যাবে ভাই কাঁদবে মোহনা
কেঁদে-কেটে ঈদের দিনে গান সে গাবে না
এবঙ পোলাও-শিরনী-পায়েশ কিছুই খাবে না
গান না গেয়ে আর না খেয়ে ঈদ যদি হয় শেষ
তবে তো ভাই বৃথাই যাবে সিয়াম সাধন পেশ
সিয়াম সাধন পূর্ণ হতে সাজাও তোমার বেশ
ঈদ খুশিতে নেচে উঠুক সারা বাংলাদেশ
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক নাও
চাঁদের না’য়ে সিল্কি জরিন পাল উড়িয়ে দাও।
কোন মন্তব্য নেই