Header Ads

Header ADS

লিলি_ফররুখ আহমদ

লিলি
ফররুখ আহমদ


পদ্মাবনে প্রভাত সমীরণে যে মেলেছে দল,
দেখেছে সে লীলাকমল রক্তিম উজ্জ্বল,
ভোর না হ’তে পথ চেয়ে যে পাপড়ি মেলে আছে
     উদয়নের শুভ্র বিভা ফিরছে তাহার কাছে ।

তোমার সৌভাগ্য লিলি! চিরদিন নবসূর্য সাথে-
পার হয়ে কাল মৃত্যু উদিত যে নবীন আশাতে
তাকায় তোমার পানে, তুমি ফিরে চাও তার মুখে,
সূর্যের কৌতুক লিলি, চিরদিন তোমারি কৌতুকে।

সে-প্রাণ উচ্ছল দীপ্তি কক্ষপথে নিত্য গতিমান
আকন্ঠ পিপাসা তব পূর্ণ করে দিয়া শেষ দান,
পরম বন্ধুর মতো তারপর তাকায় পুলকে;
তোমরা জাগিয়া উঠো সূর্য। লিলি। আলোর ঝলকে।

তোমাদের দু’জনার দীর্ঘরাত্রি অবসান হয়ে এল লিলি।
হাজার ঝর্ণার মতো প্রথম সূর্যের আলো খেলে ঝিলিমিলি,
অন্ধকালো আবছায়া সরে যায় প্রভাতের আলোর চুম্বনে;
জাগো সূর্য! জাগো লিলি! লগ্ন এলো রাত্রিশেষে ধূলিতে গগনে।

জীবনে তোমার বিচিত্র উৎসব, একের পরে মেলছে সে আর দল,
পাপড়ি খোল, কেন-বা, প্রসাধন, নিশাস তোমার সেই তো পরিমল।
তোমায় পেয়ে প্রভাত-আলোর ঘুচেছে আজ তিমির-সংশয়,
বর্ণ তোমার সূর্য তনু হতে-গন্ধ তাহার অক্ষয় সঞ্চয়।

[‘মৃত্তিকা’,বসন্ত ১৩৪৯]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.