Header Ads

Header ADS

উপহার_ফররুখ আহমদ

উপহার
ফররুখ আহমদ


আমরা দু’জনে ধরার ধুলায় বাঁধব বাসর-ঘর,
রবে চিরদিন এ স্বয়ম্বরে সত্যের স্বাক্ষর ,
রবে চিরদিন বিবাহ-লগ্ন
রইব প্রেমের মধুতে মগ্ন
হাতে হাত রেখে চলব আমরা অন্তরে অন্তর;
আমরা দু’জনে ধরার ধুলায় বাঁধব বাসর-ঘর  ॥

যেথা তুমি আছো যেথা আমি আছি, যেখানে এ পরিচয়
সেখানে রবে না কোনদিন আর কোন ভয়, সংশয়।
আমারা প্রেমের কপোত-কপোতী
আলোক-পিয়াসী ঊর্ধ্বের জ্যোতি
রবে চিরদিন আমাদের চোখে মধুময় ভাস্বর,
আমরা দু’জনে ধরার ধুলায় বাঁধব বাসর-ঘর ॥

মিলবে প্রভাত, সন্ধ্যা, রজনী বিবাহের উৎসবে,
আমাদের ঘরে নিত্য প্রেমের মিলনোৎসব হবে।
পাড়ি দিয়ে যাবো সাগরে তরণী,
আমাদের মোহে জাগবে ধরণী
অশ্র“ শোনিতে ভাসানো ধরার আশ্রয় বন্দর;
আমরা দ’ুজনে ধরার ধুলায় বাঁধব বাসর-ঘর ॥

নিবিড় বাঁধনে চিরদিন মোরা বাঁধা রবো পাশাপাশি,
দুর্যোগ রাতে, আঘাতে, ব্যথাতে ফোটাবো প্রেমের হাসি,
ফোটাবো ঊর্ধ্বে কণ্টকহীন
রাঙা শতদল নিত্য নবীন,
সামনে দাঁড়ালে প্রলয়-ভাঙ্গন পাব না আমরা ডর;
আমরা দু’জনে ধরার ধুলায় বাঁধব বাসর-ঘর ॥

শত ভাঙনের মুখে গড়ে যাব মোরা শত বালুচর
মুখোমুখি হয়ে কথা কবে রাতে তারা-ঘেরা অম্বর
অজানা যে পথ রয়েছে বিথারি’
নির্ভয়ে দেব সেই পথ পাড়ি
পথ-প্রান্তের ফোটা ফুল তুলে ছড়াব ধরণী পর;
আমরা দু’জনে ধরার ধুলায় বাঁধব বাসর-ঘর ॥

যেথা তুমি আছো, যেথা আমি আছি, যেথা আছে ভালবাসাÑ
যেখানে নিত্য প্রেমের শিখায় জাগে জীবন্ত আশা,   
সেথা এসে মোরা দাঁড়াব দু’জনে
হাতে হাত রেখে মন রেখে মনে
জাগাবো সেখানে প্রাণ-উৎসব বিচিত্র সুন্দর
আমরা দু’জনে ধরার ধুলায় বাঁধব বাসর-ঘর ॥

[‘সওগাত’, অগ্রহায়ণ ১৩৪৯]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.