Header Ads

Header ADS

ফলসা মেয়ে_আফসার নিজাম


ফলসা মেয়ে
আফসার নিজাম


কুচি কুচি বিষ্টি হয়ে
ফলসা মেয়ের পা চলে
লুটিয়ে পরে শিশুর মতো
সবুজ মায়ের আঁচলে

বাঙলা মায়ের সবুজ আঁচল
জাগলো আবার খুশিতে
ফলসা মেয়ের আদর পেয়ে
আসলো ফিরে লু’শীতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.