Header Ads

Header ADS

রঙ_আফসার নিজাম


রঙ
আফসার নিজাম


রঙের বাটি উল্টে পড়ে
শাদা কাগজ নীল
নীলের ভেতর স্বর্ণঈগল
এবঙ ভুবন চিল।

রঙের তুলি রঙ লাগিয়ে
যেই ঘুরেছি বাঁক
তুলির আঁচড় পড়ল বোর্ডে
বোর্ডের ভেতর কাক।

ধুত্তরি ছাই রাগ করে যেই
হাতে নিলাম ইনার
ফঁসকে পড়ে খাতার ওপর
আঁকলো শহীদ মিনার।

বেশ বুঝেছি আমার দ্বারা
হয় না চারুকলা
রঙতুলিটা ফেলে দেখি
হাসে কারুকলা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.