খাঁচার পাখি বনের পাখি আফসার নিজাম একটি পাখি বন্দি পাখি খাঁচার ভেতর বাসা দুয়ার খুলে উড়াল দেবে মনের ভেতর আশা। বনের পাখি ডিগবাজি খায় হাওয়ায় দুলে দুলে খাঁচার পাখি যায় উড়ে যায় মনের দুয়ার খুলে। মনের আশা মনে খাঁচার পাখি খাঁচায় থাকে বনের পাখি বনে।
কোন মন্তব্য নেই