Header Ads

Header ADS

লড়াইয়ের অপর নাম স্বাধীনতা_আফসার নিজাম


লড়াইয়ের অপর নাম স্বাধীনতা
(বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ শেষে)
আফসার নিজাম

প্রিয়পুত্র
আমরা দুশ বছর লড়াই করেছি
পৈত্রিক রাজ্যত্ব পূনরুদ্ধারের জন্য
আমরা নীল বিদ্রোহ করেছি
করেছি সিপাহী বিপ্লব
যুদ্ধের সেনানীবাস হিসেবে গড়েছি বাঁশেরকেল্লা
অতপর আমাদের ক্ষুধা দারিদ্র আর
রক্তের বিনিময়ে অর্জিত হলো আজাদী
আহঃ আজাদী
আনন্দে আমরা চিৎকার করে শ্লোগান দিয়েছি
পাকিস্তান জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ

প্রিয়পুত্র
আজাদীর আনন্দ আকাশ রাঙিয়ে তুলতে না তুলতেই
ঘনআঁধার করে আকাশ ছেয়ে গেলো কালোমেঘ
অবিচার আর বৈসম্যে সৃষ্টি হলো অবিশ্বাস
পিতা-পুত্রের সম্পর্কে- অনিবার্য হলো লড়াই
রাষ্ট্রভাষার লড়াই হয়ে উঠলো রাষ্ট্র গড়ার স্বপ্ন

প্রিয়পুত্র
নির্যাতন আর নিপীড়ন যখন রাষ্ট্র চালনার হাতিয়ার হয়
বিপ্লব তখন অনিবার্য
তারুণ্যের চোখে সৃষ্টি হয় মুক্তির নেশা
তখন একজন নেতার অাঙ্গুলের ইশারা আর বজ্রকণ্ঠ
হয়ে ওঠে যুদ্ধের হাতিয়ার
'এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম'
তারপর রক্ত আর ইজ্জতের বিনিময়ে
লাশের মিছিল শেষে হেঁটে আসে স্বধীনতা
আহঃ স্বধীনতা
আনন্দে আমরা শ্লোগান দেই
জয় বাংলা, জয় বাংলা।

প্রিয়পুত্র
লড়াই থেমে গেলে- থেমে যায় উন্নয়ন
প্রগতির চাকা হয়ে যায় স্তব্ধ
অতএব তুমি লড়াইয়ের ময়দানে হাজির হও
'মনে রাখবা'
লড়াইয়ের অপর নাম আজাদী
লড়াইয়ের অপর নাম স্বাধীনতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.