জশনে জুলুস_আফসার নিজাম
জশনে জুলুস
আফসার নিজাম
রেহনুবা
তুমি আমাকে যে আকাশটি দিয়েছিলে
আজ সেই আকাশে মেঘের জন্ম হয়েছে
শাদা মেঘ কালো মেঘ ধুসর ছাই রঙের মেঘ
তারা বড় হবে: বৃষ্টি হয়ে ঝরে পড়বে তোমার বুকের উপর
তুমি তাদের মাতৃস্নেহে শুষে নিবে নিজের অস্তিত্বে।
তুমিতো আপেক্ষাই ছিলে-
আকাশের জঠরে যে মেঘ রুয়ে দিয়েছিলে
তা একদিন বৃষ্টি হবেই
আহা তুমি কতোকাল সূর্যের রুদ্রু চাহনীকে উপেক্ষা করেছো
উপেক্ষা করেছো তাপদাহ
রুদ্র শুষে নিয়েছে তোমার সকল আদ্রতা।
তুমি হার মানোনি অপেক্ষা করেছো অনাগতের আগমনের
আজ সেই অপেক্ষার শেকল ছিঁড়ে
শ্রাবণধারা লুটিয়ে পড়েছে তোমার বুকে
তুমি মিলনের মুগ্ধতায় কেঁদে অকাল বন্যা হলে।
আমি তো আমার ইশকের শপথ রেখেছি
ফিরিয়ে দিয়েছি তোমার স্বপ্নের বীজ: বৃষ্টি
অনন্তকাল বয়ে চলুক হৃদয়ের শ্রাবণধারা
মেঘ বৃষ্টি আর জমিনের এই জশনে জুলুস।
কোন মন্তব্য নেই