Header Ads

Header ADS

তিনজন_আফসার নিজাম


তিনজন
আফসার নিজাম


কবি       শরতের শাদা মেঘ
          উড়ে নীল আকাশে
          কোথা পেলো ডানা মেলে
          উড়বার পাখা সে।

খোকা      কোথা থেকে এলে তুমি
          কোনখানে যাও
          কোনখানে থাক তুমি
          কোনখানে গাঁও
          চট করে কলাপাতায়
          ঠিকানাটা দাও।

মেঘ       আকাশের নীলিমা
          আমাদের বাড়ি
          এসো ভাই সবে মিলে
          দিয়ে দেশ পারি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.