স্বপ্নগুলো_আফসার নিজাম
স্বপ্নগুলো
আফসার নিজাম
আমাদের জিয়ল স্বপ্নগুলো এখন আর নেই
হাওরের মাছের মতো বিনা অসুখে মরে গেছে
মধ্যদুপুরের সুর্যের মতো ডুবে গেছে
বর্ষা মেঘের আড়ালে
অদ্ভূত নকশী করা যে স্বপ্নগুলো আমাদের ছিলো
সেইসব স্বপ্নগুলোও এখন আর আমাদের নেই
ডাঙ্গুলির গুলির মতো দূরে কোথাও হারিয়ে গেছে
হারিয়ে গেছে তরঙ্গায়িত পদ্মা মেঘনা যমুনার ঢেউ
ঝিমধরা বিবর্ণ বিকেলগুলো এখন আর আমাদের নেই
আমাদের সকালগুলো হারিয়ে গেছে
আমাদের দুপুরগুলো হারিয়ে গেছে
আমাদের সন্ধ্যাগুলো হারিয়ে গেছে
রাত্রিগুলো অমাবশ্যার অন্ধকারে হয়েছে নিপতিত
পতিত পূর্ণিমার মতো জোসনামাখা স্বপ্নগুলোও
এখন আর আমাদের নেই
আমাদের কৈশোরের ঘুড়ি উড়ানো দিনগুলো হারিয়ে গেছে
বিল্ডিংবস্তিতে খেলার মাঠগুলোও খুঁজে পাওয়া যায় না
ফ্লাট নামের জেলখানায় বন্দীয় হয়ে আছে শিশু জীবন
জংধরা জানালার মতো বন্ধ হয়েগেছে উড়াল মন
আমরা আর উড়তে পারি না বকের মতো
আমরা সাঁতার কাটতে পারি না মাছের মতো
প্রজাপতির মতো ফুল বাগানে স্বপ্ন এঁকে দিতে পারি না
আমাদের শাদাকালো স্বপ্নগুলোও এখন আর নেই
মধ্যদুপুরের সুর্যের মতো ডুবে গেছে মেঘের আড়ালে।
কোন মন্তব্য নেই