Header Ads

Header ADS

গোলাপকবিতা_আফসার নিজাম


গোলাপকবিতা
আফসার নিজাম

গোলাপকে ভালোবাসি বলেই গোলাপের চাষ করিনি
সহস্র গোলাপের ঘ্রাণ ছাড়া পবিত্র হয় না হৃদয়
নগরের আকাশে বাতাসে লক্ষ কোটি দুষিত নিঃশ্বাস
গোলাপের ঘ্রাণ ছাড়া পবিত্র হয় না নগর
তাই আমার কবিতারা গোলাপের পাপড়ি হয়ে
ঝরে পরে নগরের অলিতে গলিতে।

গোলাপকে ভালোবাসি বলেই কবিতার চাষাবাদ করি
আমার বাগান থেকে কবিতার গোলাপ নিয়ে
তুমি গোলাপস্নান করে মৃন্ময়ী যৌবন ফুটিয়ে তোলো
বাসর ঘরে প্রেমের ফুলসজ্জা সাজাও
তুমি কেমন নারী হৃদয় বাগান থেকে গোলাপকবিতা ছিড়ে নাও

শোন প্রিয়তম নারী- গোলাপ আমার অহংকার
বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ে আমার অহংকারের কবিতা
আমার গোলাপ কবিতার কাছে বাইয়াত করো
হাতে হাত রেখে জপ করো গোলাপপ্রেমের কবিতা
তবেই তুমি বেহেস্তের হুর হয়ে যাবে
তোমার নারীত্ব নগরের বাগানে গোলাপ হয়ে ফুটে উঠবে
নগরের নাগরেরা মশগুল হয়ে পাঠ করবে গোলাপকবিতা।গোলাপকবিতা

গোলাপকে ভালোবাসি বলেই গোলাপের চাষ করিনি
সহস্র গোলাপের ঘ্রাণ ছাড়া পবিত্র হয় না হৃদয়
নগরের আকাশে বাতাসে লক্ষ কোটি দুষিত নিঃশ্বাস
গোলাপের ঘ্রাণ ছাড়া পবিত্র হয় না নগর
তাই আমার কবিতারা গোলাপের পাপড়ি হয়ে
ঝরে পরে নগরের অলিতে গলিতে।

গোলাপকে ভালোবাসি বলেই কবিতার চাষাবাদ করি
আমার বাগান থেকে কবিতার গোলাপ নিয়ে
তুমি গোলাপস্নান করে মৃন্ময়ী যৌবন ফুটিয়ে তোলো
বাসর ঘরে প্রেমের ফুলসজ্জা সাজাও
তুমি কেমন নারী হৃদয় বাগান থেকে গোলাপকবিতা ছিড়ে নাও

শোন প্রিয়তম নারী- গোলাপ আমার অহংকার
বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ে আমার অহংকারের কবিতা
আমার গোলাপ কবিতার কাছে বাইয়াত করো
হাতে হাত রেখে জপ করো গোলাপপ্রেমের কবিতা
তবেই তুমি বেহেস্তের হুর হয়ে যাবে
তোমার নারীত্ব নগরের বাগানে গোলাপ হয়ে ফুটে উঠবে
নগরের নাগরেরা মশগুল হয়ে পাঠ করবে গোলাপকবিতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.