Header Ads

Header ADS

নীল ও পিকাসু_আফসার নিজাম


নীল ও পিকাসু
আফসার নিজাম


এক.
হায় পিকাসু! নীল গাই এঁকে
তুমি কি বিখ্যাত-ই না হয়ে গেলে
অথচ আমি এক গরিব চাষি
নীল চাষ করে নীল হয়ে গেলাম

দুই.
পঠ্য বইয়ের নীলগাইয়ের সন্ধানে
পড়তে পড়তে শিল্পের দেশে চলে যাই
খামার বাড়িতে পিকাসুর সঙ্গে দেখা হলে
সে তার নীল গাই দেখিয়ে বলে

দেখ আমার শিল্পকর্মটি সেই আগের মতোই অবিকৃত
তুলির প্রতিটি আঁচড় তুমি পড়তে পারবে

আমি একটি দীর্ঘশ্বাস উড়িয়ে বলি
তোমার চিত্রকর্মটি অবিকল থাকলেও
আমার পূর্বপুরুষ নীল চাষীদের
একটি হাড়ও তুমি খুঁেজ পাবে না।

তিন.
পিকাসু চাষ করে নীল নীল গাই
নীল চাষ করে আমি নীল হয়ে যাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.