কবুল_আফসার নিজাম
কবুল
ছোটভাই জিয়া হক’র বিয়ের শুভেচ্ছা
আফসার নিজাম
প্রার্থনা সংগীতের মতো অচেনা শহরের পাখি
কবুল কবুল বলে- কণ্ঠে ভেসে ওঠে সানাইয়ের সুর
দূরের পালকী দুলকী চালে চলে যায় চুইয়ে পরে চেহরার নূর
তুমি তো কবুল বলেই সংগী হলে অনন্ত কাল
যুগ যুগান্তর ধরে জড়িয়ে রাখবে সম্পর্কে শাল
আমিও সে শাল পরে শীতে নেবো ওম
স্বর্ণরের নথ পরে হেঁটে যাবে স্বর্গ নরক
চাষ-বাসে ফল দেবে ভরে যাবে ঘরের গোলা
তিন কুড়ি কণ্যা আর দুই কুড়ি পোলা
বলো তুমি- কবুল কবুল
হাওয়া বিবি যেভাবে আদমকে দিয়েছিলো গন্ধম ফুল
সে ফুলের ঘ্রাণ নিয়ে আমিও আদম হবো
প্রায়শ্চিত্য করে নেবো- পাপ মাখা ভুল
বলো তুমি- কবুল কবুল।
কোন মন্তব্য নেই