Header Ads

Header ADS

একদিন যৌবন ছিলো_আফসার নিজাম


একদিন যৌবন ছিলো
আফসার নিজাম


তখন ছিলো দুপুরের রোদ
মিছিলে মিছিলে রাজপথ ছিলো উত্তপ্ত প্রতিশোধ
নেয়ারবার আগুন চোখ
যেনো এখনই রক্ত ঢেলে দেবে একবুক
সেই রাজপথ আজ জনশূন্য বুড়িগঙ্গার পানি
যেনো ঘুমিয়ে পড়েছে রাজধানী।

যৌবন তার মরে গেছে
মিছিলে মিছিলে হাঁটে না তরুণ পা
প্রতিবাদ করে না
যেনো বহুকাল ধরে তারা শান্ত নীরব
নিদ্রিত শব
আসহাবে কাহহাব
নাকি কুম্ভু ঘুমের নিয়েছে অভিশাপ।

অথচ একদিন রৌদ্রোজ্জ্বল দিন ছিলো
যৌবন ছিলো
ছিলো বহু চাইবার
রাজপথে মিছিলে মিছিলে খুঁজেছে ভালোবাসা
শান্তির পারাবার।

আজ চিরনিন্দ্রায়
পৃথিবীর আলোটুকু নিভে যায়
পূর্ণিমার জোছনা এসেছিলো যে জানালায়
সেখানে মৃত্যুর পাখির গানা গায়
তারপরও প্রাণ
গায় জীবনের গান
একদিন যৌবন ছিলো তার
আজ হাহাকার
একদিন রাজপথে হতো যে কোরবান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.