ইকড়ি বিকড়িআফসার নিজামইকড়ি বিকড়ি তাড়ন তাড়াদুইটি ভাইয়ের একটি নাড়ানাড়া মাথায় দুইটি শিংশিংয়ের ভেতর সোনার রিংরিংয়ের মাঝে কেরপি কাটাকাটাগুলো নকশি ছাটা।ইকড়ি বিকড়ি তাড়ন তাড়াদুইটি ভাইয়ের একটি টারাটারা চোখে কাজল রঙরঙের ভেতর সাতটি সঙসঙের খেলা চিচিং চাচা বানাতে মিশিং চামিশিং হলো নষ্টইকড়ি বিকড়ির কষ্ট।
কোন মন্তব্য নেই