দ্যূতিময় ঐশ্বর্যের স্পর্শ_আফসার নিজাম
দ্যূতিময় ঐশ্বর্যের স্পর্শ
আফসার নিজাম
প্রিয় আমার সপ্তাকাশের ওপারে বসে আছো
দ্যুতিময় ঐশ্বর্যের স্পর্শে আমাকে স্পর্শ করো
তোমার পবিত্র সম্ভ্রমে আমাকে জড়িয়ে নাও
আমি বিলিন হয়ে যাই তোমাতে আরো গাঢ়
হয়ে যাই, আল্লাহ হক আল্লাহ হক জিকিরে
তোমাতে আমি ফানাফিল্লা হয়ে যাই জিকিরে।
সুদীর্ঘ পথের প্রান্তে বসে আছো তুমি নিরাকার
আমি নিথর মাটির ভিতরে, বৃক্ষের শিকড়ে
স্থির হয়ে কান পেতে আছি তোমার ইশারায়
বেহেস্তের গুলিস্তায় ফুটে উঠবো জ্বি করে।
তোমার ইশকের মুগ্ধতায় হবো ফানাফিল্লা
আমার অস্তিত্ব জুড়ে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।
আমি শূন্যতার ভেতর শুনে যাই এক এক এক
বহুত্বের গেলাব ছিঁড়ে পবিত্র আলোয় ভরে যায়
স্পর্শে মগ্নতায় সঞ্চারিত হতে থাকে এক এক
আমি উর্ধ্বাকাশে বিলিন হতে থাকলে মেঘ হয়ে
আমার চোখ গলে দু’ফোঁটা অশ্রু ঝরে যায়
গেঁথে যাওয়া শিকড় উপড়ানো পৃথিবীর মায়ায়।
কোন মন্তব্য নেই