তাম্রপাতার পাণ্ডুলিপি_আফসার নিজাম
তাম্রপাতার পাণ্ডুলিপি
আফসার নিজাম
পূর্বপুরুষের পদচিহ্ন খুঁজে খুঁজে
আরো কতো যুগ এগিয়ে যায় দখিনা বাতাস।
ঐতিহাসিকের গোর হলে- কিতাবের পাখা গজায়
উড়ে যায় পৃষ্ঠার লাল-নীল-সবুজ কালারব্যাংক
তখন ইতিহাস ঘোরে আর সিংহাসনের
বাতি নিভিয়ে নেমে যায় রাজাধিরাজ
এবঙ সূর্যের আলোর আবর্তে পূর্বপুরুষের
একমুঠো শব্দ আসে বর্তমানে
যেনোবা বর্ণমালা ধরতে পাঠায় সকাল বেলার পাখি
ফেব্রুয়ারি উড়ে যায় পালক দিকে দিকে
তখন জন্মজন্মান্তর ধরে
পঙতিমালা হৃদয়ে লুটায়...
দরবেশ সাধক ফের নদীমাতৃক বাংলাদেশে ফের
ভক্তকুল কবিরা
শাহবাগ
বাংলা বাজারে- কবিতার টানে
বৃথাজন্ম ফেলে রেখে পঙতিগঞ্জের ঘাটে ভিড়ায় নৌকা
জন্ম হয় কবিতার পান্ডুলিপি ইতিহাসের তাম্রপাতায়।
কোন মন্তব্য নেই