Header Ads

Header ADS

আষাঢ়ের পদাবলি_আফসার নিজাম


আষাঢ়ের পদাবলি
আফসার নিজাম

এবঙ নদী... জোয়ার ভুলে গেলে
কাকড়ার পায়ে আটকে থাকে
পৃথিবীর ইউরেনিয়াম সুখ
সুখের সমুদ্রে বৃষ্টির ভ্রুণ
প্রথম জন্ম...
উড়ে যায় মেঘ
দ্বিতীয় জন্মের আগেই
পাল্টে নেয় নিজের অবয়ব
এবঙ কারুকাজ খচিত নামের অলংকার।

অলংকারে সাজুগুজু বিমুগ্ধ বউ
প্রাঙ্গণে গীতরত মজমায়, ঢেলে দেয়...
ঝরে পড়ে রহমত; ঝরে পড়ে বৃষ্টি
তখন সোনালি হুদহুদ জামদানি রঙ মেখে
মোনাজাতে উড়ায় ডানার পালক।

অতএব আমাদের দহলিজে
বৃষ্টি
     বৃষ্টি
    বৃষ্টি
জমির জায়নামাজে এখন
আমাদের ফসল বুনার সময়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.