স্বরাজ ফেরিওয়ালা_আফসার নিজাম
স্বরাজ ফেরিওয়ালা
[নজরুল জন্মদিবসে]
আফসার নিজাম
ক্রমাগত পাণ্ডুর রাত্রী শেষে
শকুনচক্ষুর অন্তরালে
মেলে দিয়েছো ঈগলডানা
আর ডানায় স্বপ্ন মেখে ফেরি করেছো
কহিনুর রোদ।
তিল তিল অপেক্ষায়
ফেনাইত নির্যাতনের শিকল ছিঁড়ে
দরাজ কণ্ঠে হাক দিয়েছো
‘স্বরাজ লাগবে স্বরাজ
আমি স্বরাজ ফেরিওয়ালা’
স্বরাজ ফেরি করতে করতে
তুমি ঢুকে গেছো মানুষের মনে-মগজে
মিছিলে-মিটিং
কারাগারে
মসজিদ-মন্দিরে
এবং বুলবুলের গানের আসর
ও খঞ্জনার নাচের ঘরে
তারপর তোমার রক্তের সিরিঞ্জ বেয়ে
নেমে আসলো স্বাধীনতা।
আমরাও চিৎকার করে
স্বরাজ এসেছে, স্বরাজ
বলতে বলতে- বেমালুম ভুলে গেলাম
তুমি একদিন আমাদের স্বরাজ ফেরিওয়ালা ছিলে।
কোন মন্তব্য নেই