Header Ads

Header ADS

মুনাফেক_আফসার নিজাম


মুনাফেক
আফসার নিজাম

সকাল বেলার আকাশ দেখে
যায় চেনা যায় দিনটি
তেমনি করে মুনাফেকের
পাই পরিচয় তিনটি

কথামালার ফুলঝুড়িতে
মিথ্যা কথার ঝুলি
মিথ্যা কথার ঢোলক বাজায়
মিথ্যাবাদী ঢুলী।

নিজ ওয়াদা ভঙ্গ করে
মনের কথা ভুলে
মনের উপর দোষ চাপিয়ে
দোষকে নেবে তুলে।

রাখলে জিনিস আমানতের
খেয়ানতে দেবে
চাইতে গেলে বলবে হেসে
পরে এসে নেবে।

মুনাফেকের জায়গা হবে
জাহান্নামের নীচে
পার পাবে না পুলসেরাতে
পার পাওয়াটা মিছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.