Header Ads

Header ADS

মুহাম্মদ ও ছোট শিশু_আফসার নিজাম


মুহাম্মদ ও ছোট শিশু
আফসার নিজাম

ঈদগা’র ময়দানে ছোট শিশু পাতে হাত
তার নাকি কেউ নেই কাটে একা দিন রাত
দুখে তার কলিজাটা ফেটে হয় একাকার
ফেটে যায় কলিজাটা রেখে যায় রেখা তার
তাই একা বসে কাঁদে ঈদগা’র এককোনে
কেউ যদি ভালোবেসে কাছে টানে একমনে
চলে যাবে তার কাছে সব দুখ ব্যথা ভুলে
এই আশা বারবার ছোট এই বুকে দুলে।

জগতের নেতা তিনি ঈদগাহে হেঁটে যান
ঈদগাহে এককোনে ছোট এক শিশু পান
ছোট এই শিশুছেলে কেঁদে কেঁদে বলে এই
ভালোবাসা চুমু দিতে তার প্রিয় কেউ নেই
নেতা তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে
তার দুখ ব্যথাগুলো নিজ ব্যথা দিয়ে বুনে
শিশুটির ভেজা চোখ চুমু দিয়ে মুছে দিল
ভালোবাসা দিবে বলে নিজ ঘরে তুলে নিল।

শিশুটিকে কোলে তুলে ঘরে এসে দেয় হাক
কোলে সে এক শিশু দেখে বিবি তার নির্বাক
বিবি তারে ডেকে বলে এই শিশু বলো কার
তাকে যদি দাও তবে চাইনাতো কিছু আর
নেতা হেসে বলে বিবি এই নাও উপহার
ভালোবাসা দিয়ে তুমি মুছে দাও দুখ তার

ঈদগাহে আনন্দ করেছে যে আঞ্জাম
সেই নেতা কে ছিলেন জানো নাকি তাঁর নাম
তাঁর নাম মুহাম্মদ আমাদের নবী যিনি
বিবি ছিলেন আয়েশা জগতের মাতা তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.