Header Ads

Header ADS

কলিকাতায় কাউয়া ।। আফসার নিজাম

 
কলিকাতায় কাউয়া
আফসার নিজাম

ঢাকার শহরে এখন আর কাউয়া দেখি না
ময়লার ভাগাড়গুলোর মন খারাপ
এখন কাউয়ারা নাচানাচি করে না
                   মারামারি করে না
বহুদিন কাউয়ায় কাউয়ার মাংস খায় না
নেড়িকুত্তার সাথে ঝগড়া করে না
টোকাই আর লাঠি নিয়ে তেড়ে আসে না
কাউয়া ছাড়া যেনো এই শহর বিরানভূমি

এখন আর ঢাকার আকাশে কাউয়া উড়ে না
কা কা শব্দে আর চেতনা চুলকায় না 
শুনেছি সব কাউয়া পালায় গেছে কলিকাতায়
এখন নাকি কলিকাতায় কাউয়া কা কা করে
সাউয়া মার্কা কাউয়া নাকি বেপক মারা খায়
কলিকাতায় তাগো কেউ আর পোছে না
কাউয়াগো চেহরা নাকি হাসুডাইনির মতো
সকালে তাগো চেহরা দেখলে অমঙ্গল হয়
                 সন্ধ্যা পুঁজায় বেঘাত ঘটে
তাই কাউয়া মুক্ত কলিকাতার জন্য মিছিলি হয়
একটা দুইটা কাউয়া ধরো
               সকাল বিকাল ডেউয়া করো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.