Header Ads

Header ADS

ক্যান ।। আফসার নিজাম



ক্যান ।। আফসার নিজাম

রাইতের আন্ধার থেইকা ক্যান আসে না আলো
ক্যান বকুল কুড়ানো ভোর আসে না এই দেশে
ক্যান শীতকালে মায়ের আঁচলে উত্তাপ পাই না
ক্যান হারিয়ে যাওয়া ভাইয়ের হদিস নাই
ক্যান বাপরে ক্রসফায়ারে মাইরা ফালাইছে 
           সেই কথা ক্যান জানতে পারি না
আহারে পেছনে তাকাইলে বোবা হইয়া যায় ভাষা
মায়ের চক্ষের পানি মতো শুকাইয়া যায় বেদনার ফুল।

বিশ্ববিদ্যালয়ে মুজিবকোর্টর মতো সন্ত্রাসী আন্ধার আইসা
চামুন্ডা দেবির পেঁচার মতো হামলে পড়ে ছাত্রী হোস্টেলে
তন্ময় চোক্ষে একলা খাড়াইয়া রাইতজাগা ক্লান্তির শোকে
বেতফলের মতো বইন আমার ডুইবা মরে তুরাগ নদে
রাশি রাশি কালোজলে এখন শুধু কান্দনের বিলাপ।

ক্যান বাংলাদেশের বাতাসে এখনো জুলাই হাহাকার
ক্যান সীমান্তের ওপার থেইকা খুনের ফয়সালা হয়
ক্যান এখনো জুলাইয়ের বিচার শেষ হয় না 
ক্যান এখনো খুনিরা জামিনে মুক্ত হইয়া যায়
ক্যান এখনো বাংলাদেশে আজাদীর স্লোগান ওঠে
              ক্যান ইনকিলাব ইনকিলাব বইলা
প্রকম্পিত হয় হাদিচত্ত্বর, ক্যান! ক্যান! ক্যান!
যাওয়ার আগে দয়া কইরা উত্তরটা দিয়া যাইয়েন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.