ভূমিকম্পের সময় করণীয়
ভূমিকম্পের সময় করণীয়
ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। কখন কোথায় ভূমিকম্প হবে, তা আমরা আগে থেকে
জানি না। কিন্তু ভূমিকম্পের সময় কী করণীয়, তা জানা আমাদের সবার জন্য খুবই জরুরি।
ভূমিকম্প চলাকাল করণীয়
যদি ঘরের ভেতরে থাকেন
ক. আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন
খ. বারান্দা, জানালা বা ছাদ থেকে লাফ দেবেন না
গ. লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করুন
ঘ. মজবুত টেবিল বা পিলারের নিচে আশ্রয় নিন
ঙ. বিদ্যুতের সুইচ ও গ্যাস লাইন বন্ধ করুন
চ. ঝুলন্ত বা ভারী জিনিসের নিচে যাবেন না
ছ. পাশে কেউ থাকলে, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা করুন
যদি বাইরে থাকেন
ক. খোলা ও নিরাপদ জায়গায় অবস্থান করুন
গ. বিদ্যুৎ খুঁটি, সাইন ও সেতুর কাছে থেকে দূরে থাকুন
ঘ. গাড়িতে থাকলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে ভেতরে থাকুন
ভূমিকম্পের পর করণীয়
ক. কোথাও আটকা পড়লে শব্দ বা সংকেত দিয়ে সহায়তা চান
খ. আহতদের চিকিৎসার জন্য দ্রুত সহায়তা করুন
গ. ভবন কোন ক্ষতি থাকলে তা পরীক্ষা করে নিরাপত্তা ব্যবস্থা নিন
ভূমিকম্পের আগে প্রস্তুতি
ক. ঝুঁকিপূর্ণ ভবন মেরামত করুন
খ. নিরাপদ খোলা জায়গা ও বের হওয়ার পথ আগে চিনে রাখুন
গ. ঘর ও অফিসের নিরাপদ স্থানগুলো চিনে রাখুন এবং সব পরিবারের
সদস্য বা সহকর্মীদের জানিয়ে রাখুন
ঘ. জরুরি অবস্থায় একটি টর্চ, ওষুধ, পানীয় জল, খাবার, বাঁশি ও
ফার্স্ট এইড রাখুন
ঙ. জরুরি নম্বর প্রদর্শন স্থানে টানিয়ে রাখুন (জরুরি সেবা: ৯৯৯,
ফায়ার সার্ভিস: ১০২, ১৬১৬৩)
সতর্কতা ও সতর্কতাই ভূমিকম্প ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। নিজে জানুন,
অন্যকে জানাতে সহায়তা করুন।
ক. আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন
ক. খোলা ও নিরাপদ জায়গায় অবস্থান করুন
ক. কোথাও আটকা পড়লে শব্দ বা সংকেত দিয়ে সহায়তা চান
ক. ঝুঁকিপূর্ণ ভবন মেরামত করুন
কোন মন্তব্য নেই