Header Ads

Header ADS

ভালো মানুষ ভালো না_আফসার নিজাম

 
ভালো মানুষ ভালো না
আফসার নিজাম

কুড়ি বছর বয়স আমার
টসবগে যৌবন নিয়ে রাজপথে দাঁড়িয়ে থাকি
গণতন্ত্র গণতন্ত্র শ্লোগান দিতেই দেখি
আমার যৌবন আসাদ হয়ে গেছে
দৌঁড়োতে দৌঁড়োতে বাবাকে জিজ্ঞেস করলাম আসাদ কে?
বাবা বললেন পেরেশান হওয়ার কিছু নেই
অধিকারের কথা বলেই তুমি আসাদ হয়ে যাবে
সাম্যের কথা বললে তুমি সিরাজ শিকদার হয়ে যাবে
গণতন্ত্রের কথা বললে তুমি নূর হোসেন হয়ে যাবে
শিক্ষার কথা বললে তুমি মালেক হয়ে যাবে
রসূলের কথা বললে তুমি শাপলা চত্ত্বর হয়ে যাবে
সীমান্তের কথা বললে তুমি পিলখানা হয়ে যাবে
তুমি তাদের কথা বলো না, তুমি ভালো মানুষ হও
বাবাকে জিজ্ঞেস করি ভালো মানুষ কি
বাবা চুপ থাকেন তারপর চোয়াল শক্ত করে বলেন
যারা অন্যায় দেখলে চোখ বন্ধ করে থাকে
যারা মিছিল দেখলে চোরা গলিতে পালিয়ে যায়
মানুষের দুঃখ দেখলে মন গলে না
নিজের জীবন নিয়ে নিজের ভিতরে শামুক হয়ে যায়
তাকেই ভালো মানুষ বলে।

বাবা আমি ভালো মানুষ না
আমি মানুষ হতে চাই। মানুষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.