তুর্কি তরুণ এবঙ সেবামূলক কর্মকাণ্ড ২০১৪
তুরকী মেহমানদের সম্মানে আল হেলা লিডারশীপ একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৯ অক্টোবর’১০ সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ দাউদ ও সভাপতিত্ব করেন কবি আফসার নিজাম। আলহেরা লিডারশীপ একাডেমীর সুপাররিনটেন্ট আব্দুল হক এর পরিকল্পনা ও পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিলো প্রাণবন্ত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তুরস্কের ইসলামী দাওয়া বিভাগের কর্মকর্তাবৃন্দ ও শিল্পী শরিফুল ইসলাম শামীম ও কবি প্রহরী মনিরুজ্জামান। আল হেরা লিডারশীপ একাডেমী ১৫জন এতিম ছেলেকে বিভিন্ন ইশকুলে পড়া লেখা করায় এবং তাদের থাকা খাওয়া টিউশনসহ সকল খরচ বহন করে থাকে। সমাজে সুবিধা বঞ্চিত, এতিম মেধাবী ছাত্রদের যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিশেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
কোন মন্তব্য নেই