Header Ads

Header ADS

পুতুল পুতুল_আফসার নিজাম


পুতুল পুতুল
আফসার নিজাম


আমার পুতুল বুবুর পুতুল যাচ্ছে হেঁটে হেঁটে
কোত্থেকে এক হুলো পুতুল খামচি দিলো এঁটে
দুষ্টু ভাড়ি তেদর পুতুল ময়লা জামা গায়
শান্ত আমার পুতুল ধরে ঝগড়া করে যায়

এমন সময় আসলো তেড়ে টমি পুতুল পাশে
দুষ্টু তেদর হুলো পুতুল খেক খেক খেক হাসে
টমি পুতুল হুলোর টুটি ধরলে যখন চেপে
চাপের চোখে হুলোর শরীর উঠলো কেঁপে কেঁপে

বললো হুলো মাফ করে দাও ভুল হয়েছে ডের
ঝগড়া আমি করবো না তো কান ধরেছি ফের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.