ঝুটি_আফসার নিজাম
ঝুটি
আফসার নিজাম
রাতের শেষে কুঁয়াশা মাখা ভোরে
ডিমের মতো হলদে সূর্য ওঠে
তখন ভাবি পেলাম বুঝি তোরে
হাসির ঝিলিক লাগে আমার ঠোঁটে।
সূর্য যখন শিশিরে ঝলমল
চিন্তা তখন চনমনিয়ে ওঠে
মিলন হবে ঘাসতাকিয়ার বুকে
শিশির তখন বাষ্প হয়ে ছুটে
ডাক দিয়ে কই যাচ্ছো তুমি এই
শব্দ তখন নীরব হয়ে ওঠে
বুঝি তখন আসবে রাত্রী হলে
স্বল্প জীবন নিয়ে হয় না দীর্ঘ ঝুটি।
কোন মন্তব্য নেই