ঘরের ভেতর ঘর করেছ_আফসার নিজাম
ঘরের ভেতর ঘর করেছ
আফসার নিজাম
ঘরের ভেতর ঘর করেছ
বসত কর নাই
একদিন- বসত হবে ভাই ॥
আমি থাকব তুমি থাকবা
থাকবে কত জন
যারে তুমি ভালোবাস
জপ সারাক্ষণ
সেদিন- সে না থাকতে পারে মন ॥
কতো ভালো বাসাবাসি
হাসাহাসি
মনের মোহনায়
তারে ছাড়া বাঁচতে পাড়ি না
তারেও ছাড়তে হবে
কেনো বুঝ না
সে- যতোই আপন জন ॥
একটা কথা বলছি ওগো
আমি নিজাম- ভাই
এই দুনিয়ায় আপন কেহ নাই
আপন আছে দিলের ভিতর
যারে জপছি সারাক্ষণ ॥
আফসার নিজাম
ঘরের ভেতর ঘর করেছ
বসত কর নাই
একদিন- বসত হবে ভাই ॥
আমি থাকব তুমি থাকবা
থাকবে কত জন
যারে তুমি ভালোবাস
জপ সারাক্ষণ
সেদিন- সে না থাকতে পারে মন ॥
কতো ভালো বাসাবাসি
হাসাহাসি
মনের মোহনায়
তারে ছাড়া বাঁচতে পাড়ি না
তারেও ছাড়তে হবে
কেনো বুঝ না
সে- যতোই আপন জন ॥
একটা কথা বলছি ওগো
আমি নিজাম- ভাই
এই দুনিয়ায় আপন কেহ নাই
আপন আছে দিলের ভিতর
যারে জপছি সারাক্ষণ ॥
কোন মন্তব্য নেই