Header Ads

Header ADS

চাঁদ_আফসার নিজাম


চাঁদ
আফসার নিজাম


সূর্য যখন নাইতে নামে
সোনার আলো একটু থামে
আঁধারে দেয় ডুব
আকাশ থেকে আলোর মতো
পড়ল কি রে টুপ

পড়ল নাতো রইল ঝুলে
নীল আকাশে পেখম খুলে
ছড়ায় খুশির তুপ
দেখতে এসে সোনার পুতুল
এক্কেবারে চুপ

আনন্দ যে যায় না ধরা
চক্ষু দুটি ছানাবড়া
এ যে ঈদের চাঁদ
সবার জন্য দেয় বাড়িয়ে
ভালোবাসার হাত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.