চাঁদ
আফসার নিজামসূর্য যখন নাইতে নামে
সোনার আলো একটু থামে
আঁধারে দেয় ডুব
আকাশ থেকে আলোর মতো
পড়ল কি রে টুপ
পড়ল নাতো রইল ঝুলে
নীল আকাশে পেখম খুলে
ছড়ায় খুশির তুপ
দেখতে এসে সোনার পুতুল
এক্কেবারে চুপ
আনন্দ যে যায় না ধরা
চক্ষু দুটি ছানাবড়া
এ যে ঈদের চাঁদ
সবার জন্য দেয় বাড়িয়ে
ভালোবাসার হাত।
কোন মন্তব্য নেই