নজরুল মল্লিক মিঠুন স্মরণ ২০১৮
ঢাকা সাহিত্য সমাজ ও চারণ সাহত্যি সংসদের উদ্যোগে ২৮ মে, বিকাল ৫টায় গোলাম মোহম্মদ অডিটরিয়ামে কবি আফসার নিজামের সভাপতিত্বে কাজী নজরুল ইসলাম, কবি মতিউর রহমান মল্লিক ও চিত্রনায়ক আবুল কাশেম মিঠুনের স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
হাসান রুহুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রেরের সেক্রেটারি যাকিউল হক জাকি। উদ্বোধনি বক্তব্য রাখেন চারণ সাহিত্য সংসদের সভাপতি কবি ফারুক মোহম্মদ ওমর। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন ছড়াকার ওয়াহিদাল হাসান।
কবিতা পাঠ করেন কবি নূর মোহম্মদ, কবি হেলাল উদ্দিন, কবি ফারুক মোহম্মদ ওমর। আরো উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম সংসদের সেক্রেটারি জয়নাল আবেদিন, কথাশিল্পি রাসেল রবি, এ্যাড. ওয়াসিকুর রহমান, মজিনুর রহমান মজনু, শওকত আলী, সাইফুল ইসলাম ও হাবিবুর রহমান প্রমূখ।
কোন মন্তব্য নেই