জাহিদের চাঁদ_আফসার নিজাম
জাহিদের চাঁদ
আফসার নিজাম
আমাদের জাহিদের আছে এক বায়না
চাঁদটাকে পেড়ে দাও আর কিছু চায় না
রোজ রোজ বাবাকে বলে না তো বই দাও
বলে সে বাবা তুমি বড় এক মই দাও
চাঁদটাকে পেড়ে এনে আমি তুমি খেলবো
আম্মুর মতো করে রুটি বেলা বেলবো
বেলাশেষে চাঁদটাকে নিয়ে যাবো লুকিয়ে
তারপর সূরুজের আলো দিয়ে শুকিয়ে
মিছেমিছি খাবো আমি তুমি বলো খাবো না
তুমি যদি না-ই দাও আমি তবু চাবো না
এরপর চাঁদটাকে নিয়ে যাবো বাইরে
দান করে দিবো আমি যার কিছু নাইরে
বাবা তুমি কখখনো চাঁদটাকে ধরো না
চাঁদটাকে দিয়ে দিবো তুমি মানা করো না।
কোন মন্তব্য নেই