Header Ads

Header ADS

রাজার রাজা_আফসার নিজাম


রাজার রাজা
আফসার নিজাম

  
এক যে ছিলো রাজার রাজা রাজ্য পড়ার ঘর
প্রজারা সব সুখেই থাকে খোস থাকে অন্তর।

প্রজা হলো চেয়ার টেবিল খাতা কলম বই
আরো আছে পুষি বিড়াল ছাদে ওঠার মই।

রাজ্যপটে মহান রাজা
কাউকে তিনি দেন না সাজা
উদার রাজার মন
প্রজার সেবা করে রাজার কাটে সারাক্ষণ।

কলম খাতার সেবা করে লিখে প্রতি বেলা
রঙ-তুলিটার সেবা করে আঁকে ছবি মেলা
সেবা করে চেয়ার টেবিল- মুছে নিজের হাতে
বিড়ালটাকে খাবার দেবে সকাল দুপুর রাতে
সেবা করে নিজের পোষাক নিজে নিজে পরে
সেবা করে ছোট্ট মইয়ে ছাদের ওপর চড়ে।

এমন রজার সেবা পেয়ে- প্রজারা খুব খুশি
আনন্দে তাই নাচতে থাকে চেয়ার টেবিল পুষি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.