চশমার গ্লাস_আফসার নিজাম
চশমার গ্লাস
আফসার নিজাম
ঘোলা হয়ে আসে চশমার গ্লাস
চোখের সামনে নৃত্য করে সরর্সেল ফুল
সীমান্ত দেখি না এখন
স্পর্শে অনুভব করি সৌন্দর্য
দেহের পরফমে তোমার উপস্থিতি বুঝে নেই
নতুন চশমা নেয়ার পরামর্শ অনেকের
আমি বরাবরই অগ্রাহ্য করেছি পরামর্শের বিছানো জাল
আমি যখন তোমার কবুলের খাতায়
নাম সই করেছি
তখন আমার আর কোনো চশমার প্রয়জন নেই
তুমি আমার চশমা হয়ে থেকো।
কোন মন্তব্য নেই