তন্দ্রাধরা মৌসুম_আফসার নিজাম
তন্দ্রাধরা মৌসুম
আফসার নিজাম
ঝিমধরা এই তপ্ত দুপুর চোখ বুজে যায় ঘুমে
নিরব নিথর গা এলিয়ে সবাই থাকে রুমে
বাইরে তখন সবুজ পাতায় রোদের নাচানাচি
রৌদ্র ছায়া খেলছে খেলা মাঠের কাছাকাছি
এর মাঝে এক দুষ্ট ছেলে লাল ফড়িংয়ের পিছে
ছুটছে শুধু ধরবে তারে অন্য কিছু মিছে
আমার তখন মন ছুটে যায় ফড়িংটাকে ধরি
সুতায় বেঁধে লাল ফড়িংটা উড়াল উড়াল করি
আবার দেখি পুব আকাশে মেঘে মেঘে খেলা
কখন দেখি হাতি সাজে কখন দেখি ভেলা
চোখের ভেতর খেলছে খেলা হাজার রকম ছবি
আমি তখন আমিতো নই আমি তখন কবি।
তন্দ্রাধরা স্বপ্ন মেখে কখন হারাই ঘুমে
ঘুম ছাড়াতো যায় না থাকা এমন এ মৌসুমে।
কোন মন্তব্য নেই