Header Ads

Header ADS

তন্দ্রাধরা মৌসুম_আফসার নিজাম


তন্দ্রাধরা মৌসুম
আফসার নিজাম


ঝিমধরা এই তপ্ত দুপুর চোখ বুজে যায় ঘুমে
নিরব নিথর গা এলিয়ে সবাই থাকে রুমে
বাইরে তখন সবুজ পাতায় রোদের নাচানাচি
রৌদ্র ছায়া খেলছে খেলা মাঠের কাছাকাছি

এর মাঝে এক দুষ্ট ছেলে লাল ফড়িংয়ের পিছে
ছুটছে শুধু ধরবে তারে অন্য কিছু মিছে
আমার তখন মন ছুটে যায় ফড়িংটাকে ধরি
সুতায় বেঁধে লাল ফড়িংটা উড়াল উড়াল করি

আবার দেখি পুব আকাশে মেঘে মেঘে খেলা
কখন দেখি হাতি সাজে কখন দেখি ভেলা
চোখের ভেতর খেলছে খেলা হাজার রকম ছবি
আমি তখন আমিতো নই আমি তখন কবি।

তন্দ্রাধরা স্বপ্ন মেখে কখন হারাই ঘুমে
ঘুম ছাড়াতো যায় না থাকা এমন এ মৌসুমে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.