Header Ads

Header ADS

দিলরুবা-পাঁচ_ফররুখ আহমদ

দিলরুবা-পাঁচ
ফররুখ আহমদ


শুনিতে চেয়েছি আমি- তোমার ক্ষণিক অদর্শন
এ মনের অধিরাজ্যে এনেছে কী অন্তহীন কাল
সুকঠিন প্রতীক্ষার! -উত্তর দিয়াছে দু’নয়ন
তব পথ-প্রান্তে জাগি’ শ্রান্তিহীন প্রদোষ সকাল।

শুনিতে চেয়েছি আমি-অরণ্যের সকল ভাষণ
মেটাতে কি পারিয়াছে তব কন্ঠ-ধ্বনির পিপাসা
অনির্বাণ মোহময়!-বলিয়াছে আমার শ্রবণ
উৎকর্ণ তোমার স্বরে আজো মোর মেটে নাই আশা।

শুনিতে চেয়েছি আমি -পল্লবিত পদ্মের মধুর
পাপড়ি কি দিতে পারে তনুস্পর্শ নিত্য কমনীয়
তোমার স্পর্শের চেয়ে! -বলিয়াছে বক্ষ লোভাতুর
অতৃপ্ত জীবনে আর কোন স্পর্শ নহে স্মরণীয়।

শুনিতে চেয়েছি আমি সব চেয়ে কাম্য কোন ক্ষণ
উত্তর দেয়নি আর, তব সঙ্গ-লিপ্সু মোর মন ॥

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.