মেয়ে
আফসার নিজামচাঁদের মেয়ে জোছনা পরে
আলো করে রাত
কাশের বনে মেঘের মেয়ে
হাওয়ায় তোলে না’ত
ফুলের বনে প্রজাপতি
রঙিন পাখা মেলে
পাপড়ি খুলে ফুলের মেয়ে
মনের সুখে খেলে
মাটির মেয়ে পুতুল সাজে
কুমার সফির ঘরে
মিষ্টি হাসি প্রাণ কেড়ে নেয়
শহর উজার করে
ভোরের মেয়ে উঠে ভোরে
পাখি মেয়ের গানে
মানুষ মেয়ে কেমন আছে
কমপিউটার জানে।
কোন মন্তব্য নেই