Header Ads

Header ADS

আলো_আফসার নিজাম


আলো
আফসার নিজাম

তুমি ভাবো হয়নি সকাল
‘সকাল কেনো হবেজ্জ?’
আমি ভাবি ‘রাতের ভেতর রাত্রী কেনো রবে।’

রাতের ভেতর আঁধারগুলো
গুটগুটে রঙ কালো
আমি ভাবি ‘আসবে কবে বিহান বেলার আলো।’

আলোরকণা নূরের বাতি
সকল প্রাণে জ্বলে
প্রাণের যতো আঁধার কালো যাচ্ছে কুপির তলে।

কুপির তলে অন্ধকারে
কেউ থাকে না ভালো
লক্ষ প্রাণের হৃদয় হতে আলোর বাতি জ্বালো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.