Header Ads

Header ADS

ফুল ও ফল_আফসার নিজাম


ফুল ও ফল
আফসার নিজাম


ফল ডেকে কয়- ফুল
মিছেই যে তোর ফোটে থাকা
জন্ম যে তোর ভুল
এই দুনিয়ার উপকারে
আসলি না এক চুল।

ফুল ডেকে কয়- ফল
না হয় যদি জন্ম আমার
ফল কিবা’ হয়- বল
আমার থেকে জন্ম তোমার
কেন্ করো ভাই ছল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.