শিমুল
আফসার নিজামরোদ মাখা শিমুলের ডালে
লাল রঙ ফুলেদের গালে
প্রজাপতি চুমু আঁকে কিযে
লাল রঙ বিষ্টিতে ভিজে
ফাগুনের মাস এলে প্রাণ ভরে হাসো
ফাগুনের আগুন কি খুব ভালোবাসো
লাল রঙা শিমুলের গাছে
নাও ডেকে হৃদয়ের কাছে
কাছে ডেকে গালে দাও চুমু
-এই শিমুল
তুমি কি বরকত নিজে।
কোন মন্তব্য নেই