ভোরের পাখিআফসার নিজামবিষ্টি এলে ভোরের পাখিলুকায় পাতার ফাঁকেসকাল দুপুর ভোরের পাখিঅন্য স্বরে ডাকে।তুরাগ নদীর বাঁকেসেই পাখিটা থাকেমুক্তা হিরা সেই পাখিটারঙ-তুলিতে আঁকে।আহা! কি যে ভালো লাগে।আহা! কি যে ভালো লাগে।
কোন মন্তব্য নেই