Header Ads

Header ADS

ভোরের পাখি_আফসার নিজাম


ভোরের পাখি
আফসার নিজাম


বিষ্টি এলে ভোরের পাখি
লুকায় পাতার ফাঁকে
সকাল দুপুর ভোরের পাখি
অন্য স্বরে ডাকে।

তুরাগ নদীর বাঁকে
সেই পাখিটা থাকে
মুক্তা হিরা সেই পাখিটা
রঙ-তুলিতে আঁকে।

আহা! কি যে ভালো লাগে।
আহা! কি যে ভালো লাগে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.